• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

কুতুবদিয়ায় করোনার প্রভাব বিস্তার রোধে রাস্তায় জনপ্রতিনিধিগণ

Md. Nazim Uddin / ১৮ ভিউ টাইম
আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১

কাইছার সিকদার:

কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা প্রশাসনের নির্দেশে এবার স্ব-স্ব ইউনিয়নে করোনা প্রতিরোধে রাস্তায় নেমেছেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, স্কাউটস দল সহ বিভিন্ন স্থরের লোকজন৷

সরকারের নির্দেশিত লকডাউন সফল করার জন্য পরিষদের গ্রাম পুলিশের মাধ্যমে রাস্তায় ব্যারিকেড দিয়েছেন জনপ্রতিনিধিরা। সহযোগী হিসেবে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের স্কাউটস শিক্ষার্থীরা ছিলেন রাস্তায়৷ জনগণের অবাধ চলাফেরাকে নিরুৎসাহিত করছেন তারা। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করছেন।

জনগণকে করোনা থেকে মুক্ত রাখতে রাস্তায় বসে থাকতে দেখা গেছে আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা বিকমকে, তিনি আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের প্রধান রাস্তার মোড় শান্তিবাজারে বসে জনসাধারণকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং গাড়ি ও মানুষের অবাদ চলাফেরা নিয়ন্ত্রণ করতে দেখা যায় তাকে৷

নুরুচ ছাফা বিকম বলেন, কুতুবদিয়ায় করোনা রোগী দিন দিন বাড়ছে। সংক্রমণ ঠেকাতে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী প্রত্যেক ইউপির চেয়ারম্যানদের সাথে জরুরী মিটিং করে নির্দেশনা দিয়েছেন। রাস্তায় ছিলেন দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী৷ তিনি দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের প্রধান রাস্তায় পরিষদের চৌকিদারদের নিয়ে জনগণকে মাস্ক বিতরণসহ স্বাস্থবিধি মেনে চলতে উদ্বোদ্ধ করছেন।

একই চিত্র দেখা গেছে, বড়ঘোপ, কৈয়ারবিল, উত্তর ধুরুং ও লেমশীখালী ইউনিয়নে। জনপ্রতিনিধিদের সরব উপস্থিতিতে রাস্তা-ঘাটে কমেছে যানবাহনের চলাচল। বিকেল পর্যন্ত ফাঁকা দেখা গেছে আজম রোড। যদিও সন্ধ্যায় মেডিকেইল গেইট এলাকার পরিবেশ ছিল একটু ভিন্ন।

এব্যাপারে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নুরের জামান চৌধুরী বলেন, করোনার ভয়াল থাবা থেকে জনগণকে রক্ষা করতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিগণের ভূমিকা অত্যন্ত জরুরী বিধায় উপজেলার ছয় ইউনিয়নের চেয়ারম্যানসহ সকল জনপ্রতিনিধিগণের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করছি। ফলস্বরূপ জনসাধারণ ও যানবাহনের চলাচল কঠোর নিয়ন্ত্রণে ছিল। সকলের সহযোগিতা ও সচেতনতায় কুতুবদিয়ার জনসাধারণকে করোনার ব্যাপক বিস্তার রোধে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন৷


আরো বিভন্ন বিভাগের নিউজ