• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন

কিংস অধিনায়ক বললেন- ‘এটা বাংলাদেশ-ভারত লড়াই’

ডেস্ক নিউজ / ১৭ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল হলো বসুন্ধরা কিংস। চার ম্যাচ হাতে রেখেই তারা লিগ জিতে নিয়েছে। অন্যদিকে আজ মঙ্গলবার এএফসি কাপের মঞ্চে কিংসদের প্রতিপক্ষ কলকাতার মোহনবাগান। যারা ভারতের আইএসএল রানার্সআপ। দুই প্রতিবেশী দেশের সেরা দুই দলের লড়াই নিয়ে ফুটবলপ্রেমীরা বেশ রোমাঞ্চিত। তাদের কাছে এটা বাংলাদেশ-ভারত ফুটবল লড়াই। বসুন্ধরা কিংস অধিনায়ক তপু বর্মণও এমনটাই মনে করেন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তপু বর্মণ বলেছেন, ‘এটা বড় ম্যাচ। এই ম্যাচই নির্ধারিত করবে কে পরবর্তী রাউন্ডে যাবে। এটা এখন বাংলাদেশ-ভারত ম্যাচ হয়ে গেছে। মোহনবাগান অনেক পুরনো দল। বসুন্ধরা তিন-চার বছর ধরে খেলছে। কিন্তু আমাদের সাফল্য অনেক। আমাদের দলে অনেক অভিজ্ঞ ও জাতীয় দলের খেলোয়াড় আছেন। আমরা লিগের চ্যাম্পিয়ন দল। মোহনবাগান আইএসএলের রানার্সআপ দল। আমরা যদি পুরো ৯০ মিনিট মনোযোগ ধরে রাখতে পারি, আমাদের জন্য ভালো কিছু হবে।’

এখন পর্যন্ত এএফসি কাপে অপরাজেয় বসুন্ধরা। শুধু তাই নয়, একমাত্র দল হিসেবে তারা কোনো গোল হজম করেনি। যার কৃতিত্ব গোলকিপার আনিসুর রহমান এবং তপু-খালিদ-বিশ্বনাথ-তারিক রায়হানদের নিয়ে গড়া দুর্ধর্ষ রক্ষণের। অন্যদিকে ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৮ আর ভারত ১০৫ নম্বরে আছে। দুই জাতীয় দলের এই বড় পার্থক্য থাকলেও বসুন্ধরা-মোহনবাগানের মাঝে খুব একটা শক্তির পার্থক্য নেই বলে মনে করেন অনেকে। তাই এটা বাংলাদেশ-ভারত লড়াই হয়ে উঠেছে


আরো বিভন্ন বিভাগের নিউজ