• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

অতীত অপরাধের জন্য ক্ষমা চাইলেন বাউচার

ডেক্স নিউজ / ১৭ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট থেকে বর্ণবাদ প্রায় দূর হয়ে গেলেও এখনও মাঝেমধ্যে আলোচনায় চলে আসে পুরনো কথা। কিছিদুন আগে সাবেক তারকা পল অ্যাডামস বলেছিলেন, ১৯৯০-এর দশকের শেষের দিকে তার সতীর্থরা তাকে ‘বাদামী বিষ্ঠা’ বলে ডাকত। তাদের মধ্যে অন্যতম ছিলেন মার্ক বাউচার। এবার নিজের সেই আচরণের জন্য বাউচার ক্ষমা প্রার্থনা করেছেন।

দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রধান কোচ বাউচার বলেছেন, ‘সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে আপত্তিকর ডাকনাম ব্যবহার করা বা গান গাওয়ায় আমার যে ভূমিকা ছিল, এর জন্য আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’ তিনি দাবি করেন, অভিজ্ঞতা ও সচেতনতার অভাবে এমন বর্ণবাদী আচরণের ঘটনা ঘটেছিল। তাছাড়া তখন তাদের জাতীয় দলের আভ্যন্তরীণ সংস্কৃতিও ছিল আপত্তিকর।

বর্ণবিদ্বেষের অভিযোগের জবাবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সোশ্যাল জাস্টিস অ্যান্ড নেশন বিল্ডিং (এসজেএন) কমিটিকে ১৪ পৃষ্ঠার হলফনামা জমা দিয়েছেন বাউচার। এই উইকেটকিপার ব্যাটসম্যান এতে স্বীকার করেছেন, তিনি খেলোয়াড়দের একটি গ্রুপের অংশ ছিলেন, যারা অ্যাডামসকে বাদামী বিষ্ঠা সম্বোধন করে একটি বর্ণবাদী গান গাইত। তিনি বর্তমানে এসবের জন্য অনুতপ্ত।


আরো বিভন্ন বিভাগের নিউজ