• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়িতে ১লাখ ৩৫ হাজার ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক / ২০ ভিউ টাইম
আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ধারাবাহিক অভিযানে ১লাখ ৩৫ হাজার ইয়াবাসহ অানোয়ার হোসেন নামের এক মাদক কারবারিকে
আটক করেছে পুলিশ।
বুধবার ২৫ আগষ্ট রাতে বান্দরবান পুলিশ সুপার জেরিন আক্তার এর দিকনির্দেশনায় এবং নাইক্ষ্যংছড়ি থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়া এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে এসব ইয়াবাসহ অানোয়ার হোসেন কে আটক করেন।

থানা’র পুলিশ অফিসার নুরুল ইসলাম জানান,
গোপন সংবাদের ভিত্তিতে
সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন।
উদ্ধারকৃত ইয়াবার অনুমানিক মূল্য ৪ কোটি ৫ লাখ টাকা।
আটককৃতরা হলো- সোনাইছড়ি ইউনিয়নের বৈদ্যছড়া এলাকার অানোয়ার হোসেন (২০)।

নাইক্ষ্যংছড়ি থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি অারো বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
অার এদিকে এলাকাবাসীরা জানান,
নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির রেজু এলাকাটি সীমান্ত হওয়ায় এখানকার কিছু অসাধু মাদক কারবারিরা আড়াল থেকে দীর্ঘদিন ধরে মায়ানমার থেকে বিদেশী মদ, ইয়াবাসহ বিভিন্ন অবৈধ কাজ কারবার করে আসচ্ছে বলে এলাকাবাসীর একাধিক সূত্রে জানাযায়।
এই অবস্থায় মাদককারবারির পাশাপাশি পর্দার আড়ালে থাকা মূল ইয়াবা ব্যবসায়ীদেরও চিহ্নিত করার জন্য গোয়েন্দা সংস্থার এবং অাইনশৃঙ্খলা বাহিনী প্রতি দাবী জানিয়েছেন সচেতন মহল।


আরো বিভন্ন বিভাগের নিউজ