• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন

কৈয়ারবিল যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

নিউজ রুম / ২২ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

কাইছার সিকদার,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ই আগস্টের সকল শহীদদের স্মরণে ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে আওয়ামী যুবলীগ কুতুবদিয়া উপজেলা শাখার আওতাধীন কৈয়ারবিল ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আলোচনা সভা সম্পন্ন হয়েছে৷ সোমবার ৩০আগষ্ট কৈয়ারবিলের আইডিয়াল হাই স্কুল চত্বরে বিকেল (৪)চারটায় এই আলোচনা অনুষ্ঠিত হয়৷ কৈয়ারবিল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মিরকাশেম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফকরুদ্দিন টুটুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কুতুবদিয়া উপজেলার সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর৷
বিশেষ অতিথি সাবেক উপজেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাষ্টার আহমদ উল্লাহ (বি.কম), প্রধান বক্তা- উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু জাফর ছিদ্দিকী, বিশেষ বক্তা- উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন লিটন৷

আরো বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দিন ইকু, সিঃ সদস্য রমিজ আহমদ কুতুবী, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কালাম, কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগ আহ্বায়ক আজমগীর মাতবর, আ’লীগ নেতা মোঃ আজম সিকদার, উপজেলা যুবলীগ সিঃ সদস্য খাইরুল বশর সহ বিভিন্ন ইউনিটের যুবলীগ নেতৃবৃন্দ৷

উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহাজাহান সিকদার, উত্তর ধূরুং ইউনিয়ন যুবলীগ সভাপতি শওকত ওসমান, সাধারণ সম্পাদক মোঃ জুলাইদ, দক্ষিণ ধূরুং সভাপতি মোঃ হোসাইন, সাধারণ সম্পাদক আবু তৈয়ব, আলী আঃ ডেইল সাধারণ সম্পাদক মাহমুদুল করিম, বড়ঘোপ ইউনিয়ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন পারভেজ সহ কুতুবদিয়ার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ৷

সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১এর স্বাধীনতা যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী দেশ গঠনে জাতীর জনক বঙ্গবন্ধুর অনবদ্য অবদানের কথা তোলে ধরেন৷ তাঁরা বলেন, “বঙ্গবন্ধু” শুধু একটি নাম নয় একটি ইতিহাস, একটি দেশ, একটি জাতীর মাথা উঁচু করে দাঁড়ানোর গল্প৷ ঘাতকের বুলেট সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেছে কিন্তু তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি, তাঁর আদর্শ বুকে নিয়ে আজো কোটি বাঙ্গালী তাঁরিই সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একতাবদ্ধ৷ শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মড়েল৷ বর্তমান সরকারের আমলে সড়কপথ, রেলপথ, সমুদ্রবীজয়, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা, মৎস্যখাত, কৃষিখাত ও উৎপাদনে যে নজিরবীহিন উন্নয়ন সাধিত হয়েছে বক্তারা তা তোলে ধরেন৷ দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে আ’লীগের পতাকাতলে একাত্ম হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তাঁরা৷ ১৫আগষ্টের কালো রাতে ঘাতকে হাতে নিহত বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া করা হয়৷


আরো বিভন্ন বিভাগের নিউজ