• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন

পেকুয়ায় সিএনজি গতিরােধ করে ছিনতাই

নিউজ রুম / ২০ ভিউ টাইম
আপডেট : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

কক্সবাজারের পেকুয়ায় সিএনজি
গতিরােধ করে দুই লক্ষাধিক টাকা
ছিনতাইয়ের ঘটনা ঘটেছে

রােববার ভাের ৬টায় এবিসি অঞ্চলিক
মহা সড়কের বারবাকিয়া কাদিমাকাটা
রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

জানাযায়, ভােরে একটি সিএনজি
নিয়ে ৩-৪ জন লােক ওই এলাকার
ছাগল খাইয়্যা ব্রীজের পাশে অবস্থান
নেয়। কিছুক্ষণ পর পেকুয়ায় দিক
থেকে আসা অপর একটি যাত্রীবাহী
সিএনজিকে লক্ষ করে আরও একটি
সিএনজি দ্রুত গতিতে এসে যাত্রীবাহী
সিএনজিটি থামায়। এতে সিএনজিতে
এক যাত্রীর কাছ থেকে থাকা
টাকা ও মােবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা । এক পর্যায়ে ওই যাত্রীর
চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে
ছিনতাইরা সিএনজি করে পালিয়ে
পেকুয়ার দিকে চলে যায়।

এব্যাপারে
সিএনজি ও অটোরিকশা শ্রমিক
ইউনিয়নের সাধারণ সম্পাদক মাে.
বারেক বলেন, ছিনতাইয়ের সাথে
জড়িত থাকে এমন কোন লাইনম্যান
আমাদের নেই। তবে বিষয়টি যুবলীগ
নেতা মাে.আজম আমাকে
জানিয়েছে। সুনির্দিষ্ট অভিযােগ পেলে
সাংগঠনিক নীতিমালা অনুসারে ব্যবস্থা
নেওয়া হবে।

এবিষয়ে পেকুয়া থানা
ওসি (তদন্ত) কানন সরকার বলেন,
ছিনতাইয়ের ঘটনার সম্পর্কে কেউ
অবগত করেনি। ভিকটিমের পক্ষে
লিখিত অভিযােগ পেলে জড়িতদের
বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া
হবে।


আরো বিভন্ন বিভাগের নিউজ