• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন

বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষাদান পদ্ধতির আধুনিকায়ন হচ্ছে: প্রধানমন্ত্রী

Md Nazim Uddin / ১৭ ভিউ টাইম
আপডেট : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

চ্যানেল কক্স ডেস্ক:

বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষাদান পদ্ধতির আধুনিকায়নের বিকল্প নেই উল্লেখ করে, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার দিকে নজর বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপন অনুষ্ঠানে সংশ্লিষ্টদেরকে এমন নির্দেশনা দেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার প্রসারে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলাসহ সরকার নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে।

সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জাতীয় শিক্ষাক্রম রূপরেখার খসড়া উপস্থাপন করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

এসময় প্রধানমন্ত্রী বলেন- শিক্ষা কার্যক্রমকে সময়পোযোগী করার কোন বিকল্প নেই। এজন্য বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে বর্তমান সরকার। দেশের শিক্ষার মান বাড়াতে বর্তমান সরকার সবধরনের কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।


আরো বিভন্ন বিভাগের নিউজ