• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:২০ অপরাহ্ন

দেশে এলো সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা

Md Nazim Uddin / ২৭ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

চ্যানেল কক্স ডেস্ক:

দেশে এলো চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা। চীনের তিয়ানজিয়ান বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে টিকাগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে চীন থেকে কেনা সিনোফার্ম টিকার ৫৪ লাখ ডোজের আরেকটি চালান গত ১০ সেপ্টেম্বর রাতে ঢাকায় পৌঁছায়। ওই দিন দিবাগত রাত পৌনে ১টার দিকে চীনের বেইজিং থেকে ৫৪ লাখ এক হাজার ৩৫০ ডোজ টিকা নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে টিকাগুলো সংরক্ষণাগারে পাঠিয়ে দেওয়া হয়।

গত ৩ জুলাই বাণিজ্যিক চালান শুরুর পর এখন পর্যন্ত বাংলাদেশে ছয়টি চালানে এক কোটি ৯৯ লাখ এক হাজার ৩৫০ ডোজ সিনোফার্ম টিকা বাংলাদেশে এসেছে। চীনের বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টসের সঙ্গে সাড়ে সাত কোটি টিকা কেনার চুক্তি করেছে বাংলাদেশ।


আরো বিভন্ন বিভাগের নিউজ