• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন

রামুর ঈদগড়ে বন বিভাগের মত বিনিময় সভা অনুষ্ঠিত

Md Nazim Uddin / ২৬ ভিউ টাইম
আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

রামু প্রতিনিধি:

কক্সবাজার উত্তর বনভিবাগের আওতাধীন ঈদগড় রেঞ্জের সামাজিক বনায়নের উপকারভোগীদের নিয়ে এক সচেতনামূলক মত বিনিময় সভা রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

শনিবার ২৫ ডিসেম্বর সকাল ১১টায় জাহেদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন রেঞ্জ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো। বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি মফিদুল আলম, সাংবাদিক জাফর আলম জুয়েল।

বক্তাগণ বন্য হাতি সংরক্ষণ, সামাজিক বনায়ন রক্ষণাবেক্ষণ, নতুনভাবে বনবিভাগের জায়গায় ঘর বাড়ি নির্মাণ বন্ধ রাখাসহ নানাবিধ আলোচনা করেন।

এছাড়া বন বিভাগের জায়গা যারা দখল নিয়ে রাবার বাগান, কুল বাগান সহ বিভিন্ন রকমের বাগান করেছে তা সত্বর দখলমুক্ত করে দেওয়ার আহ্বান জানান রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তা না হলে বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তার নিকট অবহিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।


আরো বিভন্ন বিভাগের নিউজ