• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন

বান্দরবানে এক তক্ষক ব্যবসায়ী আটক

Md Nazim Uddin / ১৭ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

বান্দরবান সংবাদদাতা:

বান্দরবানের বালাঘাটা বাজার এলাকায় এক তক্ষক ব্যবসায়ী আটক করেছে তারাছা রেঞ্জ বন বিভাগ। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকালে বান্দরবান সেনা জোনের সহযোগিতায় বিভাগীয় বন কর্মকর্তা, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ মো: মাহমুদুল হাসানের নির্দেশে তারাছা রেঞ্জ কর্মকর্তা এস এম এনামুল হক ও বিশেষ টহল দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হকের নেতৃত্বে
বান্দরবানের বালাঘাটা বাজার এলাকায় মোটর সাইকেল যোগে পাচারের সময় ৮.২ ইঞ্চি আকারের একটি “হাঁস পা তক্ষক(বন্যপ্রাণী)” সহ নেপুন ম্রোকে আটক করে।

এবিষয়ে তারাছা রেঞ্জ কর্মকর্তা এস এম এনামুল হক বাদী হয়ে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুসারে বন আদালত,বান্দরবান এ একটি মামলা দায়ের করেন এবং তক্ষক ব্যবসায়ী নেপুন ম্রোকে আদালতে সোপর্দ করা হয় পরে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বন আদালত, বান্দরবান মহোদয় উক্ত তক্ষক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরন করেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ