• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন

চৌফলদন্ডিতেই হচ্ছে বঙ্গবন্ধু লবণ গবেষণা ইনস্টিটিউট: শিল্পমন্ত্রী

Md Nazim Uddin / ২৪ ভিউ টাইম
আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২

কামাল শিশির,রামু:

কক্সবাজারের চৌফলদন্ডি প্রস্তাবিত বঙ্গবন্ধু লবণ গবেষণা ইনস্টিটিউট প্রকল্প এলাকা পরিদর্শন করেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।

শনিবার ২৮ মে বিকালে, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) নামক স্থানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেন, সূর্যের তাপে প্রথম লবণ উৎপাদন শুরু হয় এই চৌফলদন্ডি থেকে।প্রস্তাবিত বঙ্গবন্ধু লবণ গবেষণা ইনস্টিটিউট প্রকল্প চৌফলদন্ডিতেই হচ্ছে। এতে লবণ চাষীদের দক্ষতা বৃদ্ধি পাবে, এছাড়া লবণ শিল্পের উন্নয়ন ঘটবে।

এতে আরো উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ চৌধুরী, বিসিকের ডিজিএম, চৌফলদন্ডি ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, সাবেক চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি এহসানুল হল, ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শাহাজান মনির, ৫নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ মিয়া, অধ্যাপক এছারুল করিম সহ লবণ চাষী সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আরো বিভন্ন বিভাগের নিউজ