• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২

নিজস্ব প্রতিবেদক / ৩৩ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

রাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২

মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বি-ইউনিট প্রথম শিফট ভর্তি পরীক্ষায় ৫০ হাজার টাকার চুক্তিতে তামিম হাসান লিমন নামের এক জনৈক প্রার্থীর প্রক্সি দিতে এসে এম ওয়াজেদ মিঞা একাডেমিক ভবনের ২২২ নম্বর রুমে ধরা পড়েছে।

নিজের দেয়া স্বীকারোক্তির মতে,সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী।তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামে।তার বাবার নাম আবুল কাশেম এবং মা মেনেকা বেগম।

আরেকজনের তথ্য এখনো পাওয়া যায়নি!তাকে জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে পরবর্তীতে তথ্য প্রকাশ করা হবে।

পরবর্তীতে সহকারী প্রক্টরদের তত্ত্বাবধানে পুলিশের হাতে তুলে দেয়া হয়।


আরো বিভন্ন বিভাগের নিউজ