• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন

নতুন পর্যটন স্পট হতে যাচ্ছে বাইশারী ছাগল খাইয়া স্থানে

ইব্রাহিম খলিল, ঈদগড় / ৩০ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর ছাগল খাইয়া সড়কের দুই পাশেই সারি সারি সাদা সোনা খ্যাত রাবার গাছ। সবুজে ভরপুর চারিদিকে। অপার সৌন্দর্য্য যেন পর্যটনকে হাঁতছানি দিয়ে ডাকছে।

চারিদিকে সবুজ পাহাড় আর পাহাড়। মনোরম দৃশ্য দেখতে প্রতিদিন ভীড় জমাচ্ছে মানুষ। মনোরম পরিবেশে একটু শান্তির সু-বাতাস পেতে।

কোলাহকলমুক্ত জায়গাটিতে এলাকার মানুষ যেমন যায়, তেমনি এলাকার বাহির থেকেও লোকজন এসে ভীড় জমায়।

বাইশারী-ছাগলখাইয়া-বাঁকখালী হয়ে দৌছড়ি ইউনিয়ন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের সাথে যোগাযোগের ঠিকানা হতে যাচ্ছে এই সড়কটি।

পার্বত্যবীরের উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে বাইশারী। উম্মোচিত হচ্ছে অর্থনৈতিক দ্বার। বিকশিত হচ্ছে পর্যটন শিল্পের।

রাবার শিল্প নগরী হিসেবে পরিচিত বান্দরবানের বাইশারী হউক আগামীর অর্থনৈতিক সমৃদ্ধ অঞ্চল এমনই প্রত্যাশা এখানকার জনসাধারণের।


আরো বিভন্ন বিভাগের নিউজ